
আব্দুল্লাহ জোবায়ের (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার থানা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আই এবি অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ বিপ্লব হাসান জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক তামিম হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি শেখ রওনক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহ নূরুল কবির শাহীন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।
সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ জোবায়ের,
সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান জয় এবং সেক্রেটারি নাহিদ ইসলাম।
বক্তারা বলেন, ইসলামী আদর্শে শিক্ষিত ছাত্রসমাজ গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
ইসলামী ছাত্র সাহাবিদের অনুসরণ এই স্লোগান কে সামনে রেখে আমাদের পথচলাতে হবে

