নান্দাইলে অবৈধ ও জোরপূর্বক খাল খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড়া গ্রামের ফসলি জমির ওপর দিয়ে চন্ডীপাশা ইউনিয়নের ডাংরী গ্রামের ইউপি সদস্য মাহাবুব আলমের নেতৃত্বে খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে ধরগাঁও বিলপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খাল খননস্থলেই এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, যে স্থানে বর্তমানে খাল খনন করা হচ্ছে সেখানে বৃটিশ আমলে এখানে খাল ছিল যা গত ৪০-৫০ বছর আগেই বিলিন হয়ে গেছে। এখন ওই জায়গায় খালের কোনো অস্তিত্ব বা চিহ্ন নেই। বর্তমানে সেখানে বহু মানুষের আবাদি ফসলি জমি রয়েছে। অথচ এসব জমির ওপর দিয়ে কোনো ধরনের সরকারি বরাদ্দ বা অনুমোদন ছাড়াই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, এক ইউনিয়নের লোকজন অন্য ইউনিয়নের জমিতে জমির মালিকদের অনুমতি ছাড়াই খাল খননের কাজ চালাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। ডাংরী গ্রামের ইউপি সদস্য মাহাবুব আলমের নেতৃত্বে এই কাজ করে যাচ্ছে। এতে করে দুই গ্রামের লোকজনদরে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমির মালিকরা খাল খননে বাধাঁ দিলে জোরপূর্বক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ফলে দুই গ্রামের লোকজনের মাঝে মারামারির আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জমির মালিকরা নিরাপত্তার কথা ভেবে নিজ নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি খাল খননের কাজ বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে সৃষ্ট সমস্যার সমাধানে দুই ইউনিয়নের সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী ও ন্যায়সংগত সমাধানের দাবি জানিয়েছেন। এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জসিম উদ্দীন, হাফিজুর রহমান হাফিজ, ফায়জুল ইসলাম হেলাল, রুহুল আমীন, নবী হোসেন সহ প্রমুখ। এ সময় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন