ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬

আব্দুল্লাহ জোবায়ের প্রতিনিধি ময়মনসিংহ

ওসমান হাদিকে হত্যার সুবিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর সদরে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গো-হাটা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা দেশের মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় নেতারা নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মামলার ন্যায়বিচার নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান,সদস্য এনামুল হক, শামসুদ্দিন মিলন, ইফতিখার শাকিল, আব্দুল্লাহ উমরসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন