আল্লামা আশরাফ আলী অসুস্থ; হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সম্প্রতি অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (১ডিসেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

দেশের সকল কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানদের নিকট এই শীর্ষ আলেমের সুস্থতা ও নেক হায়াতে জন্য দোয়ার আবেদন করেছেন তার পরিবার। এছাড়াও নিজ নিজ অবস্থান থেকে আল্লামা আশরাফ আলীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেফাক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী ।

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী একাধারে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল।

/এসএস

মন্তব্য করুন