ভোলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: ভোলা শহরের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ২০১৮ সালের পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধ দেয়া হয়েছে। এ সময় কলেজের ২০১৯ সালের সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠি হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব মো. আল এমরান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি ও ভোলা চেম্বার অফ কর্মাসের পরিচালক মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, আবু নোমান ছফিউল্যাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম।

এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। তাই শিক্ষার্থীদের মাদকের সাথে না জড়িয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। সাথে সাথে পড়ালেখা মনোযোগী হলে ভাল ফলাফল অর্জন করতে পারবে।

মন্তব্য করুন