বন্ধ হবে সৌদিতে নারী কর্মী পাঠানো

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

সৌদি আরব কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সম্প্রতি নির্যাতনের অভিযোগে মধ্যপ্রাচ্যে নারী কর্মী পাঠানা বন্ধের দাবি তুলেছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। এ প্রসঙ্গে প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২৬,২৭ নভেম্বর সৌদি কর্তৃপক্ষের সাথে বৈঠকে পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। আগামী ২৬ ও ২৭ নভেম্বর ঢাকায় সৌদি আরব কর্তৃপক্ষের সাথে বৈঠকের কথা রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, সৌদি আরবে গৃহস্থালীর কাজে বাংলাদেশি নারী কর্মীদের পাঠানো বন্ধের চিন্তা আপাতত সরকার করছে না। এরইমধ্যে প্রবাসী কল্যানমন্ত্রী এ কথা বললেন।

প্রসঙ্গ, সম্প্রতি সৌদি আরব থেকে ৫৩ নারীর মৃতদেহ এসেছে। এছাড়াও প্রায়  ৮ হাজারের মতো নারী কর্মী দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে এসেছে। অধিকাংশ নারী কর্মীই সেখানে নির্যাতনের অভিযোগ তুলেছেন। এ নিয়ে বিভিন্ন ব্যক্তি, সংস্থা মধ্যপ্রাচ্যে নারী কর্মী  পাঠানো বন্ধের দাবি তোলেন।

/এসএস

মন্তব্য করুন