
দেশে যেসব সড়ক ও স্থাপনা এখনো যুদ্ধাপরাধীদের নামে আছে, তা পরিবর্তন করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য শেষবারের মত নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়নের করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষা মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক মুনতাসির মামুন ২০১২ সালে রিট করলে রুলসহ আদেশ দিয়েছিলো হাইকোর্ট। এরই মাঝে স্থানীয় সরকার মন্ত্রনালয় উচ্চ আদালতে দেয়া প্রতিবেদনে জানিয়েছে, তাদের অধীনে থাকা সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম অপসারন করা হয়েছে।
আই.এ/

