অসুস্থ মদিনা শরীফের ইমামকে দেখতে গেলেন মক্কার ইমাম

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফিকে দেখতে মদিনায় তার বাড়িতে গেলেন কাবা শরীফের ইমাম শায়খ আব্দুর রহমান আদ সুদাইস।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শায়খ হুজাইফির বাড়িতে যান মদিনা সফররত শায়খ সুদাইস। শায়খ সুদাইস শায়খ হুজাইফির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত পূর্ণ সুস্থার জন্য দোয়া করেন।

প্রসঙ্গ, গত ২২ সেপ্টেম্বর রোববার মসজিদে নববীর প্রবীণ ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি স্ট্রোক করেন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজ বাড়ি যান। বর্তমানে তিনি সুস্থ আছেন। এবং সম্পুর্ণ আশঙ্কামুক্ত আছেন।

শায়খ সুদাইস এর আগে মঙ্গলবার মাসিক সফরে মদিনা যান শায়খ আব্দুর রহমান আদ সুদাইস। মদিনায় তিনি মসজিদে নববীতে দারস প্রদান করেন এবং সৌদি বাদশার বিভিন্ন সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন।

/এসএস

মন্তব্য করুন