
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভাসানী জনশক্তি পার্টির মনোনীত ও গণতন্ত্র মঞ্চ ঘোষিত “২৪’র সাহসী সম্মুখ যোদ্ধা”, সংসদীয় আসন ১৫৩ ময়মনসিংহ-৯ (নান্দাইল) এর এমপি পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী।
শনিবার (১ নভেম্বর ২০২৫ ইং) দুপুর ১২টায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসার মোঃ হারুন অর-রশিদ, যুগ্ম মহাসচিব- ভাসানী জনশক্তি পার্টি কেন্দ্রীয় কমিটি, মোঃ রুহুল আমিন খান, সভাপতি ভাসানী জনশক্তি পার্টি কিশোরগঞ্জ জেলা এবং মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ভাসানী জনশক্তি পার্টি কিশোরগঞ্জ জেলা সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নই আমাদের লক্ষ্য। আমরা টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”তিনি আরও বলেন, “৩১ দফা সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমরা কাজ করব। এটি জনগণের মুক্তির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।” সভা শেষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইলবাসীর দোয়া, সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।সভায় বক্তারা এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্ব ও গণমানুষের পক্ষে তার দীর্ঘদিনের অবস্থানের প্রশংসা করেন। তারা মনে করেন, নান্দাইলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

