
আকরাম হোসেন নান্দাইল প্রতিনিধি:
নান্দাইলের আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই-এর বিরুদ্ধে গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নান গংদের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগের ব্যাখা দেন তিনি৷ অধ্যক্ষ মো. আব্দুল হাই বলেন,গত ২৫ অক্টোবর গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নান সহ কয়েকজন ব্যক্তি আমার বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিজেদের স্বার্থ কায়েম করার জন্য আমার সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, যে সব অভিযোগ করেছে তা বিগত দিনে ময়মনসিংহ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তদন্তপূর্বক নিষ্পত্তি করেছে। ২০ টি অভিযোগের জবাব লিখিত আকারে তথ্য-প্রমাণ সহ সাংবাদিকদের সামনে সত্য তুলে ধরেন। এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত বুধবার (২৫ অক্টোবর) নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আব্দুল হাই এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, জালিয়াতি, নিয়োগ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ এনে গভর্নিং বডির সহ-সভাপতি মো. আব্দুল হান্নান সহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন- ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, কাটলিপাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ওয়াকিবমিয়া,বাকচান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদ উল্লাহ্, শিক্ষক আব্দুল আহাদ ও অধ্যক্ষের ছেলে রুহুল আমিন সহ প্রমুখ

