ছাত্রলীগের পাল্টা বিক্ষোভ

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ অন্যান্য শিক্ষার্থীদের অবরুদ্ধ ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

অন্য দিকে নুর ও তার সমর্থিত শিক্ষার্থীদের হলে হামলাকারী আখ্যা দিয়ে বিচারের দাবিতে তাদের পাশেই পাল্টা অবস্থান নেয় ছাত্রলীগ।সে সময় তারা অবস্থানকারী শিক্ষার্থীদের কটূক্তি করে বিভিন্ন স্লোগান দেয়।ছাত্রলীগের এ পাল্টা বিক্ষোভে হল সংসদের ভিপি এমএম কামাল উদ্দিন ও জিএস জুলিয়াস সিজার রয়েছেন।

ভিপি নূর এসএম হলের ছাত্রলীগ শিক্ষার্থীরা এ হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগ করে এসব অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কারসহ আরও চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, দাবি আদায় করেই এখান থেকে উঠব। যদি দাবি আদায় করতে পারি তাহলেই শিক্ষার্থীদের মাঝে ফিরে যাব। আর দাবি আদায় করতে না পারলে প্রয়োজনে লাশ হয়ে ফিরব। মঙ্গলবার রাত ১০টা থেকে ভিসির বাসভবনের সামনে পাল্টাপাল্টি এ অবস্থান ও আন্দোলন চলে।

হল সংসদের জিএস জুলিয়াস সিজার তালুকদার মঙ্গলবার এসএম হলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ রাখার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নুরকে কেউ অবরুদ্ধ করেনি। এটা ভুয়া অভিযোগ।

জুলিয়াস বলেন, আমরা নুরকে বলেছি, হলে আসার আগে আপনার হল সংসদকে জানানো উচিত ছিল। তাছাড়া নুর এসএম হলে যখন গিয়েছিলেন, আমরা পূর্ণ সময় তার সঙ্গে ছিলাম। অবরুদ্ধ ব্যাপারটা আসবে কেন? তিনি দাবি করেন, নুরসহ অন্যরা যার জন্য হলে গিয়েছিলেন, তিনি একজন মাদক ব্যবসায়ী।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন