খুলনায় বিএল কলেজে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন খুলনার বিএল কলেজের ছাত্রছাত্রীরা। সুপেয় পানি সরবরাহ, আবাসন সমস্যার সমাধানসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্য়ন্ত তাদের এ অবরোধ চলে।

অবরোধ চলাকালে ছাত্ররা বলেন, দীর্ঘদিন ধরেই কলেজের হোস্টেলগুলোতে খাবার পানিসহ অন্যান্য কাজের জন্য পানি সরবরাহ করা হচ্ছে না। হোস্টেলগুলোর ছিট নষ্ট হয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যার কারণে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছেন।

পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান দাবি পূরণের আশ্বাস দিলে সকাল ১১টায় অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।

মন্তব্য করুন