জাতীয় পর্যায়ে খুলনার সেরা শিক্ষা প্রতিষ্ঠান বি এল কলেজ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: ২০১৭ সালের পারফরমেন্সের ভিত্তিতে স্নাতক পর্যায়ে খুলনা বিভাগের দশ কলেজ নির্বাচিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেরা এ দশ কলেজের এক নম্বরেই রয়েছে বিএল কলেজ (৬৩.২১)। যদিও জাতীয় সেরা পাঁচ কলেজের মধ্যে স্থান পায়নি খুলনা বিভাগের কোন কলেজই।

গতকাল সোমবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত স্নাতক কলেজ সমূহকে ৩১টি কী পারফরমেন্স ইন্ডিকেটর্স এর ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে।

খুলনা বিভাগের দশটি কলেজের মধ্যে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, যশোরের সরকারি এম এম কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ, যশোরের ক্যান্টনমেন্ট কলেজ, যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ, আলমডাঙ্গার এমএস জোহা ডিগ্রি কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, খুলনার শিরোমনিস্থ খানজাহান আলী আদর্শ কলেজ ও যশোরের সরকারি মহিলা কলেজ।

সূত্রমতে, আগামী ২ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সেরা এসব বিদ্যাপীঠের প্রধানদের সম্মাননা দেয়া হবে। গত বছরে প্রথমবারের মতোই ২০১৬ সালের কলেজ র‌্যাংকিংয়ের পদক্ষেপটি নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৬৮৫টি কলেজের মধ্যে র‌্যাংকিং করা হয়।

এবারে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজ হলো রাজশাহী কলেজ, বরিশালের বিএম কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ও রংপুরের কারমাইকেল কলেজ (৬৫.৭৯)। বেসরকারি সেরা মহিলা কলেজটি হল- লালমাটিয়া মহিলা কলেজ, সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।

গেল বছরের (২০১৬ সালের) র‌্যাংকিয়ে খুলনা বিভাগে এক নম্বরে ছিল যশোর সরকারি এম এম কলেজ। আর গতবারের সেই তালিকায় স্থান পায়নি খুলনার কোন কলেজ।

মন্তব্য করুন