

পাবলিক ভয়েস: অপহরণের পর মুক্তিপণ না পেয়ে কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী এলাকায় তৌহিদ (১৪) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কোটবাড়ীর গন্ধমতি এলাকার সিটি কলেজের সামনের বালুর স্তুপের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তৌহিদ সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার কালু মিয়ার ছেলে। সে কোটবাড়ী এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণির ছাত্র ছিলো।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে তৌহিদকে অপহরণের পর তার মা-বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
বিষয়টি তৌহিদের পরিবার থানায় অবহিত করলে অভিযান চালিয়ে জেলার দুই এলাকা থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গন্ধমতি এলাকার বালুর স্তুপের নিচ থেকে তৌহিদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানিয়েছে তৌহিদকে শ্বাসরোধে হত্যা করে বালুর স্তুপের নিচ চাপা দেওয়া হয়।