
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এক বছর পরীক্ষা না দিলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে না। তারচেয়ে সুস্থ থাকাটা আমাদের এবং শিক্ষার্থীদের জন্য ভীষণ জরুরি।
শিক্ষার্থীদের পড়ালেখার এই সাময়িক ক্ষতি কীভাবে পুষিয়ে নেয়া যায়, তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছি আমরা। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে অনেকে উদ্বেগ জানাচ্ছেন। পরীক্ষার্থীদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না।
ভুল পথে যাবেন না। নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনাদের পরীক্ষা নিয়ে আমরা ভাবছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ঠিক আজকেই (১৩ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা খুলে দেয়ার কথা ছিল। আমাদের প্রস্তুতিও ছিল শতভাগ।
কিন্তু ২০টি জেলায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরবর্তী তারিখ দেয়া হয়েছে ৩০ জুন। আশাকরি, এই তারিখে আমরা সবকিছু ঠিকঠাকভাবে শুরু করতে পারবো।
আইএ/পাবলিক ভয়েস