আজান শেষ করতে পারলেন না বাইতুল্লাহর প্রবীণ মুয়াজ্জিন (ভিডিও)

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

ইসমাঈল আযহার: হারাম শরীফের সবচেয়ে প্রবীণ মুয়াজ্জিন শায়খ আলী আহমাদ মালেকি ইশার আজান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এবং তার পরিবর্তে অন্য একজন ইমাম অসমাপ্ত আজান পরিপূর্ণ করেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া এখবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে প্রবীণ এই মুয়াজ্জিনকে হাসপাতালে নেওয়া হয়। এখন তার শরীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আল আরবিয়া ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বৃহস্পতিবার ইশার আজানের সময় আমার গলায় সমস্যা দেখা দেয়। এবং আমার কণ্ঠস্বর এতো খারাপ হয়ে যায় যে, আমি আজান পুরোপুরি শেষ করতে পারিনি।

তিনি আরও বলেন, আমি যখন আজান শুরু করি তখন আমার কণ্ঠ ভারী হয়ে ওঠে। আমি আজান ছেড়ে দিতে বাধ্য হলে হারাম শরীফের আরেকজন মুয়াজ্জিন হাশেম আল-সাকাফ এগিয়ে আসে এবং আজান সম্পন্ন করেন।

আল শায়খ আলী আহমদ মালেকি মসজিদ হারামের অন্যতম প্রবীণ মুয়াজ্জিন। গত ৪৫ বছর ধরে তিনি হারাম শরীফের মুয়াজিনের দায়িত্ব পালন করছেন।  তিনি ১৯৭৫ সালে মসজিদ হারামে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শুরু করেন এবং আজ অবধি এই দায়িত্ব পালন করে আসছেন।

আল আরাবিয়া থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন