বাইতুল্লাহর মেহমানদের জন্য সুখবর; সৌদি সরকারের চমৎকার উদ্যোগ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

ইসমাঈল আযহার:

ওমরাহ এবং হজ্ব পালনকারী বাইতুল্লাহর মেহমানদের বিশেষ সুযোগ সুবিধার জন্য ‘‘ইনায়াহ’’ সেবা কাউন্টার চালু করেছে সৌদি সরকার।

এতে বাইতুল্লাহর মেহমানরা হজ্ব পালনকালীন অবস্থায় বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। জানা গেছে, এখন পর্যন্ত সৌদির হজ ও ওমরাহ কর্তৃপক্ষ মদিনায় ‘ইনায়াহ’র দুটি কেন্দ্র স্থাপন করেছে। খবর ডেইলি পাকিস্তানের।

খবরে বলা হয়েছে, ইনায়াহর দুটি কেন্দ্রের মধ্যে একটি মসজিদ হযরত মুহাম্মদ (সা) প্যারাডাইজ আল-বালাকিয়া এবং অন্যটি যুবরাজ মোহাম্মদ বিন আবদুল-আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে।

ইনায়াহ কেন্দ্রগুলো থেকে ৩০ ধরণের পরিষেবা দেওয়া হবে। যার মধ্যে ১৬টি ডিজিটাল পরিষেবা এবং অন্য ১৪টি সেবা কর্মী দ্বারা পরিচালিত।

ইনায়াহ সেন্টারে তথ্য সরবরাহ করার জন্য উর্দু, তুর্কি, ইংরেজি, আরবী ও ইন্দোনেশিয়ানসহ অন্যান্য ভাষায় কথা বলা মহিলাও নিয়োগ দেওয়া হয়েছে।

ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন