জুমার খুতবাকালে কালিমা পড়তে পড়তে খতিবের ইন্তেকাল (ভিডিও)

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

মিসরের একটি মসজিদে জুমার নামাজে খুতবা প্রদানের সময় কালিমা পড়তে পড়তে খতিবের ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।গত শুক্রবার ( ৩১ জানুয়ারি) ৬৪ বছর বয়সী শায়খ আবুল আজম ত্বহা নামের ওই খতিব উপস্থিত মুসল্লিদের সামনে খুতবা পাঠরত অবস্থায়ই ইন্তেকাল করেন।

আল জাজিরা আরবি গণমাধ্যমের তথ্য মতে, ‘খোতবা পড়ার সময় খতিবের মৃত্যুর এ ঘটনাটি ঘটে মিসরের ওররাক রাজ্যের গিজায় অবস্থিত মসজিদ আল হাবিব-এ। তিনি এ মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্যপ্রয়াত এই খতিব বিতগ প্রায় চল্লিশ বছর যাবত একজন সফল দাঈ হিসেবে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াতের কাজ করে মানুষের মাঝে ব্যপক জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইন্তেকালের মূহুর্তের একটি অডিওক্লিপ ভাইরাল হয়েছে- এতে শোনা যায়, কালিমা পড়তে পড়তে হঠাৎ তিনি নির্বাক হয়ে যান। মুসল্লিরা জানান, এরপরই মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান এবং ইন্তেকাল করেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা যায়, কালিমা পাঠ করার আগে শায়খ আবুল আজম ত্বহা পবিত্র কুরআনে কারিমের সূরা নিসার ৩৬ নাম্বার আয়াত পাঠ করেন- যার অর্থ: ‘তোমরা আল্লাহর ইবাদত করো, আর তাঁর সঙ্গে কোনকিছু শরিক করো না’।

এই ঘটনার পরে শুক্রবার আসরের পরে অনুষ্ঠিত তার জানাজার নামাজে অসংখ্য মানুষের সমাগম ঘটে। সৌভাগ্যবান মানুষটিকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন।

শায়খ আবুল আজম ত্বহার পরিবার জানায়, ওইদিন পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ ছিলেন। প্রতিদিনের অভ্যাস মতো খুব ভোরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। ফজর আদায় করার পরে তিন পারা কুরআন শরিফ তেলাওয়াত করে পরিবারের সবার সঙ্গে সকালের নাশতা সারেন এবং জুমার প্রস্তুতির জন্য গোসল করে বাসা থেকে মসজিদে আসেন। অতঃপর তার ইন্তেকাল হয়।

এমএম/

মন্তব্য করুন