
মসজিদে আকসার খতিব শায়েখ ইকরিমা সাবরিকে চারমাস ধরে মসজিদে আকসা থেকে অপসারণ করেছে ইসরাইল। এর প্রতিবাদে তার বাসভবনের সামনে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদুল এজেন্সিকে জানায়, বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা শায়েখ ইকরিমার ছবি, ব্যানার ও প্লাকার্ড নিয়ে অবস্থান করে। ব্যানার ও প্লাকার্ডগুলোতে লেখা ছিলো- ‘আমাদের আলেমদের পবিত্রস্থানগুলো (আল আকসা) থেকে অপসরণ করে তাদের মুখ বন্ধ করা যাবে না’, ‘আমরা সবাই শায়েখ ইকরিমা’, ‘একটি জাতির জন্য অপমানজনক হলো, তাদের আলেমদের হেয় করা হয় আর তারা ক্রোধান্বিত হয় না’।
এদিকে শায়েখ ইকরিমা সাবরি বলেন, অপসরণের রাজনীতি জুলুম, বেআইনি এবং অসামাজিক। বিশ্বের কোনো দেশে এ ধরণের আইন নেই এবং মানুষকে নিজ ধর্মীয় উপাসানলায় যেতে বাধা দেয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মসজিদ দখল ইসরাইলের একটি স্বেচ্ছাচারিতা ও প্রতিহিংসামূলক পদক্ষেপ।
মসজিদে আকসার প্রতিরক্ষা থেকে ফিলিস্তিনিদের ফিরিয়ে রাখতে তারা এ পদক্ষেপগুলো জোরদার করছে। আর এটা গত এক সপ্তাহে ইসরাইলি পুলিশ কর্তৃক মসজিদে আকসার খতিব শায়েখ সাবরিকে অপসরণের দ্বিতীয় নির্দেশ।
গত রবিবার তাকে এক সপ্তাহের জন্য মসজিদে আকসা থেকে অপসরণের নির্দশ প্রদান করা হয়। কিন্তু তিনি এ নির্দশ প্রত্যাখান করে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
আর এটা প্রথমবার নয় যেখানে ইসরাইলি পুলিশ শায়েখ সাবরিকে মসজিদে আকসা থেকে অপসারণ করেছে। বরং গতবছরও কয়েকবার তার সাথে এরূপ করা হয়েছে।
আই.এ/

