বিশ্বে সবথেকে বড় কোরআন হাতে লিখে রেকর্ড করলেন ইমতিয়াজ (ভিডিও)

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ইসমাঈল আযহার
সহ-সম্পাদক

পাকিস্তানে তিন হাজার চারশ এগারো ফিট লম্বা কোরআন শরীফ লিখেছেন ফয়সালাবাদের এক বাসিন্দা ইমতিয়াজ হায়দার। এটি পৃথিবীর সবচেয়ে লম্বায় বড় কোরআন শরীফ। ইমতিয়াজ হায়দারের নাম স্বর্ণের অক্ষরে গিনেস বুকে লেখা হবে। ৩ জানুয়ারি ডেইলি পাকিস্তান এক ভিডিও প্রতিবেদনে এখবর দিয়েছে।

ইমতিয়াজ হায়দার যে কাগজে কোরআন লিখেছেন সেই কাগজকে ফেহনা ফ্লাক্স বলা হয়। কোরআন শরীফখানা লিখতে চার থেকে পাঁচশ মার্কার কলম লেগেছে। এবং সময় লেগেছে  এক বছর।

ইমতিয়াজ হায়দার শুধু কোরআন শরীফ নয়, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মাদ স. আসমাউল হুসনাসহ আল্লাহর ৯৯ নামও লিখেছেন। প্রত্যেক দিন ত্রিশ থেকে চল্লিশ ফিট করে লিখতেন হায়দার।

লিখতে কতো সময় লেগেছে জানতে চাইলে ডেইলি পাকিস্তানকে ইমতিয়াজ হায়দারের বলেন, কোরআর শরীফটি লিখতে আমার এক বছর সময় লেগেছে। এবং এটিতে চার ধরণের কালি ব্যবহার করা হয়েছে। আয়াত কালো কালিতে লেখা হয়েছে, হাশিয়া লাল কালিতে, শিরোনাম ব্লু কালিতে লেখা হয়েছে। ব্যকগ্রাউন্ডয়ে সাদা কালি ব্যবহার করা হয়েছে।

হাতে কোরআন শরীফ লিখে রেকর্ড করার অনুভূতি জানতে চাইলে হায়দার বলেন, আমার অনেক খুশি লাগছে। আল্লাহ তায়ালা আমাকে দুনিয়ার সবথেকে বড় কোরআর লেখার সৌভাগ্য দিয়েছেন।

খরচ কতো হয়েছে জানতে চাইলে হায়দার জানান, এক লক্ষ্য টাকা খরচ হয়েছে। কিন্তু সেই খরচ দেখা যায় না। এটা শুধু আল্লাহর দয়া।

ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

ভিডিও দেখুন

আই.এ/

 

 

মন্তব্য করুন