

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলান ইমতিয়াজ আলম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নগরবাসী এখনো সন্ধিহান। তিনি বলেন, এই সন্দেহটা দিন দিন দানা বাধছে, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে।
তিনি বলেন, সরকার যদি এবারের নির্বাচন নিয়েও কোন প্রকার ছলচাতুরীর আশ্রয় নেয় তাহলে সরকারের ইমেজ সঙ্কট মারাত্মক আকার ধারণ করবে। ফলে বিশ্বব্যাপী সরকারকে জবাবদিহির কাঠগড়ায় দাড়াতে হবে। তাই সময় থাকতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের মনে যে সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে তা দূর করার জন্য যা করার তাই করুন।
আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ নবগর দক্ষিণ কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর ও থান শাখার যৌথ সভায সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
এবং সেখানে আরও বক্তব্য রাখেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আউয়াল, ডা. শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম। এছাড়াও থানা ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটিবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য ন্যায়-নীতিবান একজন আদর্শবান মেয়র প্রয়োজন। যিনি নগরবাসীল সুখে-দু:খে কাছে থেকে সবকিছু শেয়ার করবেন। এজন্য পীল সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার মেয়র প্রার্থীকে বিজয়ী করে নগরকে একটি দুষণ ও স্মাট নগরে পরিণত করতে হবে।
এমএম/পাবলিকভয়েস