

বাংলাদেশে ইসলামী সূর সঙ্গীতের ইউটিউব চ্যানেল ‘হলিটিউন’ (Holy Tune) তিন মিলিয়ন (৩০ লক্ষ) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে আজ।
আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে কার্যক্রম শুরু করে চার বছরের মাথায় ৩০ লাখ সাবস্ক্রাইবার হলো চ্যানেলটিতে।
চ্যানেলটির সিইও হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রথম সারীর জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান।
এছাড়াও কলরব শিল্পীগোষ্ঠির অন্যান্য শিল্পীদের গজল প্রকাশের অনলাইন প্লাটফর্ম হিসেবেও ধরা হয় হলিটিউনকে। বেশ বড় আয়োজন ও উন্নত ভিডিওগ্রাফি ও চমৎকার কথামালায় গজল প্রকাশ করা হয় চ্যানেলটিতে।
২০১৬ সালের শুরুর দিকে ‘চলার পথে’ শিরোনামে মুহাম্মাদ বদরুজ্জামানের একক একটি গজলের মাধ্যমে প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে দর্শকদের সামনে আসে চ্যানেলটি। এরপর একের পর এক মনকাড়া ইসলামী সঙ্গীত উপহার দিয়েছে চ্যানেলটি।
প্রথম সময়ের সেই স্মৃতি হাতড়ে বদরুজ্জামান বলেন – ‘চারদিকে অনেক চ্যানেল হয়েছে, সামনে আরও হবে । তবে প্রথম প্রেম যেমন মনে থাকে আমৃত্যু, তেমনি আমাদের প্রথম স্বপ্ন, প্রথম ভালোলাগা এবং অর্জন “হলি টিউন” আমাদের হৃদয়ে বেচে থাকবে আজীবন ইনশাআল্লাহ ।’
৩০ লাখ সাবস্ক্রাইবার হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন – শুন্য থেকে যাত্রা শুরু করে “হলি টিউন” শত বাঁধা আর অনিষ্ঠতাকে পেছনে ফেলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ও নিযুত পেড়িয়ে এখন কোটির অপেক্ষায় । শুধুমাত্র ইসলামী সংগীতের চ্যানেল হিসেবে ৩০লক্ষ সাবস্ক্রাইবারের বিশাল মাইল ফলক অর্জনে আমরা আনন্দিত। এ অর্জন ইসলামী সংগীত প্রেমীকদের, কলরবের এবং আমাদের সকল শিল্পীদের ।
মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি । ত্রিশলক্ষ সদস্যদের প্রতি ভালবাসা । কলরবের প্রতি অশেষ কৃতজ্ঞতা । দোয়া করবেন সুন্দর আগামীর জন্য ।
চ্যানেলটিতে বর্তমানে ৫০০ প্লাস ভিডিও গজল কনটেন্ট রয়েছে। এর মধ্যে ‘এলো খুশির ঈদ’ শিরোনামে শিশুশিল্পীদের একটি গজল সবচেয়ে বেশি ভিউ অর্জন করে আছে। সংগীতটি প্রায় ২৪ মিলিয়ন ভিউ হয়েছে। এরপর রয়েছে ‘ত্রিভূবনের প্রিয় মুহাম্মাদ’ শিরোনামে কাজী নজরুল ইসলামের কথামালার একটি গজল। গজলটি গেয়েছেন কলরবের সিনিয়র শিল্পী আবু রায়হান ও কিশোর শিল্পী মাহফুজুল আলম। এভাবেই মিলিয়ন ভিউয়ের কয়েকশ সংগীত রয়েছে চ্যানেলটিতে।
হলিটিউনকে বর্তমানে ইসলামী সংগীতাঙ্গনের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হিসেবে ধরা হয়। বর্তমানে যে কোনো সংগীত চ্যানেলটিতে প্রকাশ হওয়ার ২৪ ঘন্টাতেই দেড় দু লাখ ভিউ হয়ে যায়। দর্শকদের কাছেও হলিটিউনের কাজের রয়েছে আলাদা মর্যাদা।
৩০ লাখ সাবস্ক্রাইবার হওয়া নিয়ে অনুভূতি প্রকাশ করে জনপ্রিয় গীতিকার সাইফ সিরাজ বলেন – কলরবের ভার্চুয়াল পরিবেশনা প্রতিষ্ঠান হলি টিউন; আজকেই স্পর্শ করেছে তিন মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক।
কলরব, হলিটিউন পরিবারের সবাইকে অভিনন্দন। অভিনন্দন সকল সাবস্ক্রাইবারকেও। বাংলা ভাষায় কেবল ইসলামী কন্টেন্ট নিয়ে কাজ করে এমন ইউটিউব চ্যানেল হিসেবে সম্ভবত হলিটিউনই সর্বোচ্চ সাবস্ক্রাইবার পেয়েছে।
এই পথ পরিক্রমায় নানা সংকট ও নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এই প্রতিষ্ঠানটির। প্রশংসার পাশাপাশি বিতর্কও ছিল নিত্য সঙ্গী। আশা করছি এই বিশাল জনতার ভালোবাসা পাওয়ার পর প্রতিষ্ঠানের সবাই আরোও সতর্ক ও ঝামেলামুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।
একটা ব্র্যান্ডকে দাঁড় করানো এবং রান করানো কতটা পরিশ্রমের এইটা কেবল যারা সংগ্রাম করেন তারাই জানেন। কলরব ও হলিটিউনের যারা এই অর্জনের পেছনে শ্রম দিয়েছেন আল্লাহ্ তাদেরকে উত্তম প্রতিদান দিন।
এছাড়াও হলিটিউনের এ মাইলফলক নিয়ে আরও অনেকেই তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। সূর সঙ্গীতের এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতেও অনেকে পরামর্শ দিয়েছেন।
এইচআরআর/পাবলিক ভয়েস