এই রমজানের সেরা ৮ ইসলামি সংগীত

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ২, ২০২১

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের দ্বারে আসে পবিত্র মাহে রমজান। আল্লাহর অধিক নৈকট্য লাভ ও ইবাদাত বন্দেগির সেরা মাস রমজান।

পবিত্র এই রমজানকে ঘিরে ব্যস্ত সময় কাটে ইসলামি সংগীতশিল্পীদের। প্রকাশিত হয় চমৎকার সংগীত। সারাদিন রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে অথবা ক্লান্ত সময়ে বহু মানুষ এসব ইসলামি সংগীত শোনেন। রমজানে গানবাজনা শোনাও ছেড়ে দেন অনেকে। রোজায় তাদের ভালোবাসার জায়গা করে নেয় এসব ইসলামি সংগীত।

এ রমজানের সেরা ৮ ইসলামি সংগীত নিয়ে আজকের আয়োজন।

১. মুমিন হৃদয়ে চাঁদ উঠেছে : সাঈদ আহমদ, বদরুজ্জামান ও আবু রায়হান

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আবু রায়হানের যৌথ কণ্ঠে হলিটিউন চ্যানেলে রিলিজ হয়েছে ‘মুমিন হৃদয়ে চাঁদ উঠেছে‘ শিরোনামের চমৎকার একটি গজল। গজলটি লিখেছেন তানভির আজিজ সাকিব। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি ইউটিউবে দেখেছেন মিলিয়নেরও বেশি মানুষ।

২. আহলান সাহলান মাহে রমজান : স্টুডিও ওয়ান

সিরাজুল ইসলাম আকন পরিচালিত স্টুডিও ওয়ান থেকে শিশুদের কণ্ঠে ‘আহলান সাহলান মাহে রমজান’ শিরোনামে রিলিজ হয়েছে চমৎকার একটি সংগীত। সংগীত ঘিরে ছিল ব্যতিক্রমী ও বিশাল মনকাড়া আয়োজন।

গজলটির কথা ও সুর করেছেন জনিপ্রয় গীতিকার আব্দুল কাদির হাওলাদার। কণ্ঠ দিয়েছেন হামীম আব্দুল্লাহ উসমান গনি, সুমাইয়া, রাইয়ান তানজিম, রাফি। স্টুডিও ওয়ানের ইউটিউবে চ্যানেল  নতুন হওয়ায় ১০ হাজার বার দেখা হলেও ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে গজলটি। লাখো মানুষের ওয়ালে ওয়ালে অবিরত সুর তোলে আহলানা সাহলান মাহে রমজান…।

৩. মাগো আমি রাখবো রোজা : শাবাব বিন আনাস

রমজান নিয়ে ‘মাগো আমি রাখবো রোজা’ শিরোনামে গজল গেয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী শাবাব বিন আনাস। হ্যাভেন টিউন স্টুডিও লাইভ চ্যানেলে গজলটি রিলিজ হয়েছে ২৭ এপ্রিল। গজলটি লিখেছেন আবু সালমান মুহা. আমমার। সুর করেছেন এসএম মঈন। গজলটি ইউটিউবে দেখা হয়েছে ২ লাখ ৪০ হাজারেরও বেশিবার।

৪. ইয়া রমাদান : হুসাইন আদনান ও শেহজাদ

কলরবের জনপ্রিয় সংগীতশিল্পী হুসাইন আদনান ও সাউন্ড ডিজাইনার শেহজাদ এর কণ্ঠে তারানা রেকর্ডস থেকে রিলিজ হয় ‘ইয়া রমাদান’ শিরোনামের গজলটি। গজলটি কথা ও সুর দিয়েছেন এইচ আহমদ। গজলটি ইউটিউবে দেখা হয়েছে ১ লাখ ৯৩ হাজারেরও বেশিবার।

৫. এলো রমজান : কলরব শিল্পীগোষ্ঠী

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিশুশিল্পীদের কণ্ঠে নান্দনিক ভিডিওগ্রাফিতে রিলিজ হয়েছে মাহে রমজানের চমৎকার একটি গজল ‘এলো রমজান’। গজলটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সাঈদ উসমান। সুর করেছেন কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি ইউটিউবে দেখা হয়েছে ১ মিলিয়ন ৯ লাখেরও বেশিবার।

৬. এবার রোজা রাখবো: স্বপ্নসিঁড়ি 

রমজান নিয়ে ‘এবার রোজা রাখবো’ শিরোনামে গজল গেয়েছেন শিল্পী আব্দুল্লাহ সাইফ, আহমাদ রাফিকুল্লাহ ও মুহাইমিনুল কারীম মাউশিক।  স্বপ্নসিঁড়ি চ্যানেলে গজলটি রিলিজ হয়েছে ১৩ এপ্রিল।গজলটি লিখেছেন ও সুর করেছেন হুমায়ুন কাবির শাবিব।  গজলটি ইউটিউবে দেখা হয়েছে ১ লাখ ৩৫ হাজারেরও বেশিবার।

৭. রহমের বৃষ্টি : জাইমা নূর

বর্তমানের সময়ের জনপ্রিয় শিল্পী জাইমা নূরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল রিলিজ হয় ‘রহমের বৃষ্টি’ নামে রমজানের অসাধারণ একটি গজল। লিখেছেন নুরুজ্জামান শাহ। সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী। গজলটি শ্রোতাদের মুগ্ধ করেছে। জাইমার সুর শ্রোতাকে নিয়ে যায় নতুন এক সুরের মোহনায়।  গজলটি ইউটিউবে এখন পর্যন্ত ভিউ হয়েছে ১ লাখ ৪৫ হাজারেরও বেশিবার।

৮. বছরের সেরা মাস : সাদমান সাকিব

ইসলামী গজলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল টিউনহাটে রিলিজ হয়েছে এই সময়ের জনপ্রিয় শিশুশিল্পী সাদমান সাকিবের কণ্ঠে ‘বছরের সেরা মাস’। গজলটি লিখেছেন আল জাবের। সুর করেছেন সুমাইয়া হাসান। গজলটি ইউটিউবে শোনা হয়েছে ১ লাখ ৮৭ হাজারেরও বেশিবার।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন