কলরবের ‘রুহানি সাহাবা’ সংগিত ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ‘হলিটিউন’

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ শিল্পীগোষ্টি কর্তৃক গত ২১ আগষ্ট তারিখে প্রকাশ হওয়া ‘রুহানি সাহাবা’ শিরোনামে কওমী মাদরাসার ছাত্রদের নিয়ে একটি সংগিত সম্পর্কে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছিলো।

বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ। বেশিরভাগই এ ক্ষেত্রে শব্দটির ব্যবহার সঠিক নয় বলে মতামত দিয়েছেন।

এ আলোচনার মধ্যেই কলরবের সঙ্গিতটি হলিটিউন ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন হলিটিউনের সিইও মুহাম্মাদ বদরুজ্জামান।

তিনি বলেছেন – যেহেতু রুহানি সাহাবা শব্দের ব্যবহার নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে এবং ভিন্ন ভিন্ন মতামত আসছে তাই আমরা সবার মতামতের দিকে তাঁকিয়ে সংগিতটি হলিটিউন থেকে প্রাইভেট করে ফেলেছি। তবে সাহাবায়ে কেরামদের শান ও ত্বলাবায়ে কওমিয়ার মর্যাদা নিয়ে নতুন করে আমরা সংগিত প্রকাশ করবো অবশ্যই।

এর আগে কলরবের পক্ষ থেকে একটি ঘোষণায় বলা হয়েছিলো – তারা এই শব্দটি প্রত্যাহার করে নেবে। এ বিষয়ে কলরবের যুগ্ম নির্বাহী সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামান জানিয়েছিলেন –

সম্প্রতি কলরব থেকে রিলিজ হওয়া “রুহানি সাহাবা” শিরোনামের নাশিদটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে । আমাদের সম্মানিত আলেমসমাজ পক্ষে বিপক্ষে নানা মত দিচ্ছেন এবং প্রতিটা মতই গুরুত্বপূর্ণ । এ সুযোগে আবার কেউ কেউ প্রোপাগান্ডাও চালাচ্ছেন । সব মিলিয়ে আমরা এ পরিস্থিতিকে পজিটিভলি নিচ্ছি । ইতিপূর্বে কোন নাশিদ নিয়ে আলেমসমাজ এত কথা বলেছেন আমাদের চোখে পড়েনি, এ জন্য আমরা সত্যি প্রাউড ফিল করছি । সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা । আমাদের সংগীত সবার জন্য । যে কোন সংগীত নিয়ে বড় ধরণের বিতর্ক তৈরির সম্ভাবনা হলে তা এড়িয়ে যাবো এটা আমাদের নীতিমালা। যেহেতু সংগীতে “রুহানি সাহাবা” বাক্যের ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাই আমরা এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ । এর আগে আমরা চেষ্টা করছি দেশের বিজ্ঞ ওলামাদের কাছ থেকে সুনির্দিষ্ট একটি নির্দেশনা নিতে, যাতে করে বর্তমান অবস্থার সুন্দর অবসান হবে । জাযাকুমুল্লাহ ।

এ ঘোষণার পর পরই পাবলিক ভয়েস থেকে রুহানি সাহাবা শব্দের ব্যবহার নিয়ে ‘মুফতী মিজানুর রহমান সাঈদের একটি মতামত প্রকাশ করা হয়েছে। তিনি জানিয়েছেন – এ শব্দের ব্যবহার কোনোভাবেই সঠিক নয়। পাবলিক ভয়েসের এ প্রতিবেদনটি প্রকাশ করার  দু তিন ঘন্টার মধ্যেই সংগিতটি হলিটিউন থেকে সরিয়ে ফেলা হয়েছে।

গত ২১ আগস্ট কলরব শিল্পীগোষ্ঠি কর্তৃক প্রকাশ হওয়া ‘রুহানি সাহাবা’ সংগিতটি ব্যপক জনপ্রিয় হয়েছিলো। সর্বশেষ প্রাইভেট করার আগ পর্যন্ত সংগিতটি প্রায় ৬ লাখ ভিউ হয়েছিলো যার মধ্যে প্রায় ২৫ হাজারের বেশি লাইক এবং ১ হাজারের বেশি ডিসলাইক এবং ৪ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছিলো। যেসব মন্তব্যের মধ্যে বেশিরভাগই ছিলো ইতিবাচক মন্তব্য।

রুহানি সাহাবা বিষয়ে মুফতী মিজানুর রহমান সাঈদের মতামত

রুহানি সাহাবা নিয়ে মুফতী রেজাউল করীম আবরারের মতামত

মন্তব্য করুন