শায়খুল হাদীসের সহধর্মিণীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

শায়খুল হাদীস আল্লামা আজিজুল রহ.এর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী

আজ ২১ ডিসেম্বর শনিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, শায়খুল হাদীস রহ.এর সহধর্মিণী একজন আবেদা-জাহেদা সতী-সাধ্বী ও দীনদার নেককার মহিয়সী ছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

আল্লামা বাবুনগরী বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. ছিলেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ও ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার। আমরণ তিনি কোনো বাতিলের সাথে আপোষ করেননি। সমস্ত বাতিল ও তাগুতের বিরুদ্ধে তার বলিষ্ঠ নেতৃত্ব ও কঠোরভূমিকা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। শায়খুল হাদীস রহ এর সাথে আমার খুব বেশি সম্পর্ক ছিলো।

শায়খুল হাদীস রহ. এর সুযোগ্য সন্তান মাওলানা মাহফুজুল হক ও তারুণ্যের দিশারী মাওলানা মামুনুল হকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে, আমি তাদেরকে অত্যান্ত মোহাব্বত করি। আলহামদুলিল্লাহ তারাও তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তার সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

/এসএস

মন্তব্য করুন