আরও এক-দু’দিন থাকতে পারে শীতের দাপট

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

উত্তরের ঠান্ডা বাতাস আর কুয়াশার দাপটে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ কাবু হয়ে পড়েছে। দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য উন্নতি হলেও সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কম থাকা, শীতল বায়ু আর মাঝারি থেকে ঘন কুয়াশায় তীব্র শীতের উপর কোনো প্রভাব পড়েনি।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে তা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি। এছাড়া যশোরে ৯ ডিগ্রি, রাজশাহীতে ৯ দশমিক ৮ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি, ঈশ্বরদী, বদলগাছী ও রংপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি এবং দিনাজপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এর বাইরেও অধিকাংশ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যেই ছিল।

এসব স্থানে শুক্রবার প্রায় সারা দিনই সূর্যের মুখ দেখা যায়নি। দেশের বিভিন্ন এলাকায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিতে আক্রান্ত মানুষ ছুটছেন চিকিৎসকের কাছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে শীতজনিত রোগে ভর্তি বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা সার্বিকভাবে কমেছে। তবে শীতের অনুভূতি ছিল গত কয়েকদিনের মতোই। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আই.এ/

মন্তব্য করুন