পারিবারিক করবরস্থানে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন চট্টগ্রামের লোহাগাড়ায় জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক করবরস্থানে দাফন।

আজ সকাল ১০ সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জয়নুল আবেদিনের জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য , আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

উপস্থিত ছিলেন, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়।
পরিবারের পক্ষ থেকে নিকটাত্মীয় কমোডর আফজাল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে মরহুমের মরদেহ চট্টগ্রামের লোহাগড়ায় নেয়া হচ্ছে এবং সেখানে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে।

মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম। বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

আই.এ/

মন্তব্য করুন