বিজয় দিবস উপলক্ষ্যে সচিবালয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

‘মহান বিজয় দিবস ২০১৯’ উপলক্ষ্যে সচিবালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বাদ জোহর বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, দেশের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করে ন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান।

মিলাদ ও দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসুল্লি মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

/এসএস

মন্তব্য করুন