
সরকারের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা ৯৪ লাখ টাকার জিপ পাবেন। একই সঙ্গে সরকারি গ্রেডের তৃতীয় পর্যায়ের কর্মচারীদের জন্য কেনা হবে ৫৭ লাখ টাকার জিপ।
গাড়ির রেজিস্ট্রেশন, শুল্ক, করসহ গাড়ির দাম নির্ধারণ করেই নতুন এই নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুন নাহার স্বাক্ষরিত এই নির্দেশনাটি সম্প্রতি জারি করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরে যারা রয়েছেন তারাই এই সুবিধা পাবেন।
ওই নির্দেশনাতে বলা হয়েছে- বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরবাইক, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবার (এসি ও ননএসি) এবং ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, একই বিবেচনায় সেই অনুযায়ী সরকারের দপ্তরগুলো কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৪৪ লাখ টাকার মাইক্রোবাস, ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্স, ৩৫ লাখ টাকার প্রাইভেট কার, ২৮ লাখ টাকার পিকআপ, ১ লাখ ৪০ হাজার টাকার মোটরবাইক, ৬৯ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস, ৪২ লাখ ২৯ হাজার টাকার বাস, ৩৯ লাখ টাকার ট্রাক (৫ টন), ৩১ লাখ ৭৫ হাজার টাকার ৩ টনের ট্রাক কিনতে পারবে।
আই.এ/

