
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃআব্দুল্লাহ।
শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ছিলেন একজন দক্ষ, যোগ্য, সৎ, দেশপ্রেমিক ধর্মানুরাগী সামরিক কর্মকর্তা। দেশ ও জাতির সেবায় তার অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। প্রতিমন্ত্রী বলেন, এই মুহুর্তে কওমি মাদসাসার সনদের স্বীকৃতির বিষয়ে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একই বার্তায় তিনি মরহুমের শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
/এসএস

