
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ দাবি জানান। ওবায়দুল কাদের বলেন, যেসব অপশক্তি এখনো সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে ভাঙচুর চালায়। কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করে প্রতিবেদন প্রকাশ করায় ভাঙচুর চালান তারা।
হামলাকারীরা সংগ্রাম পত্রিকার কার্যালয়ে সম্পাদক আবুল আসাদকেও নাজেহাল করেন। পরে পুলিশ আবুল আসাদকে তাদের হেফাজতে নেয়।
আই.এ/

