বালিশ কাণ্ডে পাবনায় গ্রেফতার ১৩

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাবনা থেকে তাদেরকে গ্রেফতার করে দুদকের একটি টিম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গণপূর্ত অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, ঠিকাদার আফিফ হোসেন, শাহাদত হোসেন। বাকি ১০ জনের নাম এখনো জানা যায়নি।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। উল্লেখ্য, পাবনা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকাল দশটায় গ্রেফতারকৃতদের দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় নিয়ে আসা হয়।

আই.এ/

মন্তব্য করুন