দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২৭০০ মিটার

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৭ ও ১৮ নম্বর পিলারের ওপর ১৮তম স্প্যান ৩-ই বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো সেতুর দুই হাজার ৭০০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর এখনো দৃশ্যমান হওয়া বাকি রয়েছে ৩ দশমিক ৪৫ কিলোমিটার। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৭ ও ১৮ নম্বর পিলারের ওপর ১৮তম স্প্যান এ স্প্যান বসানো হয়।  এ দিকে, চলতি ডিসেম্বর মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সেতুর প্রকল্প পরিচালক।

এর আগে গত ২৬ নভেম্বর সেতুর ১৭তম স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর সফলভাবে বসানো হয়। সূত্রে জানা গেছে, পদ্মা নদী এখন অনেকটা শান্ত, আগের মতো বেপরোয়া স্রোত নেই। নদীর এমন শান্ত রূপ গতি এনেছে সেতুর কাজে।

বর্ষার সময় চার মাসে বসেছে মাত্র ১টি স্প্যান, সেখানে গত এক মাসেরও কম সময়ে বসল ৩টি স্প্যান। গত ১৯ নভেম্বর ১৬তম স্প্যান, গত ২৬ নভেম্বর ১৭তম স্প্যান বসানোর পর এবার বসল ১৮তম স্প্যানটি। পুরো সেতু প্রকল্প কাজের এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে ৭৬ ভাগ। এর মধ্যে সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৮৫ ভাগ আর নদী শাসনের কাজ ৬৫ ভাগ।

আই.এ/

মন্তব্য করুন