
অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগের জন্য ক্ষমা চাইতে বললেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সাবেক নৌমন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের দেয়া অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা অভিহিত করে তিনি তাকে ক্ষমা চাইতে বলেছেন।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন একথা বলেন। এসময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, অর্থ আত্মসাতের সত্যতা প্রমানের জন্য তাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। যা অতিবাহিত হলেও তিনি তা প্রমান করতে ব্যর্থ হয়েছেন। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। কাঞ্চন বলেন, আমি পুনরায় তাকে ২৪ ঘন্টার সময় দিচ্ছি, এসময়ের মধ্যে জাতির সামনে সেসব তথ্য তুলে ধরতে না পারলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গ, গত ৮ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন সাবেক নৌমন্ত্রী ও পরিবহন নেতা শাহজাহান খান।
/এসএস

