হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদির প্রতি আহ্বান ইরানের

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

ইরান ও সৌদি আরব হজ্ব বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেছে। ইরানের হজ্ব ও জিয়ারত সংস্থার প্রধান আলী রেজা রাশিদিয়ান এবং সৌদি আরবের হজ্ব ও ওমরা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন এই চুক্তিতে সই করেছেন। খবর ইরানি গণমাধ্যমের।

আলী রেজা রাশিদিয়ান চুক্তি সইয়ের খবর দিয়ে বলেছেন, ইরানি হাজীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গত কয়েক বছর ধরে পবিত্র মদিনা শহরে ইরানি হাজীরা আবাসন সমস্যায় পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা সৌদি আরবের মন্ত্রীকে জানিয়েছি ইরানি বিনিয়োগকারীরা মদিনা শহরে ভালো মানের হোটেল নির্মাণ করতে আগ্রহী।

মিনায় ইরানি হাজীদের শাহাদাতের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইরানি এই কর্মকর্তা আরও বরেন, সৌদি মন্ত্রীকে এ বিষয়ে ইরানের অবস্থান আবারও অবহিত করা হয়েছে।২০১৫ সালে হজের সময় সৌদি কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে ৪৬৪ জন ইরানিসহ হাজার হাজার হাজী প্রাণ হারান। ইরান সরকার এর বিচার দাবি করে আসছে।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন