
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
জানা গেছে, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১৫ তলা ভবনটির ১৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
এরশাদ হোসেন বলেন, সকাল নয়টা ২৫মিনিটে ভবনটির ১৪তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুনে নিয়ন্ত্রণে আসার পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান তিনি।
আই.এ/

