
তানভীর হোসেন তাম্মান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তাকে অপসারণ করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মণি। গতকাল জাবিতে আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে চলমান ধর্মঘট কর্মসূচিতে প্রশাসনিক অচলাবস্থা কাটানোর উদ্দেশ্যে আলোচনার জন্য আন্দোলনকারীদের গতকাল নিজ বাসভবনে ডাকেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যান। রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সেখানে আলোচনা চলে।
এ সময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অবস্থা সম্পর্কে জানতে চান। আন্দোলনকারীরা বর্তমান উপাচার্যের বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগ শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় শিক্ষামন্ত্রী উপাচার্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ চান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীকে এ সম্পর্কে তিনি অবহিত করবেন। আজ দুপুর ১.৩০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে একটি সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্দোলনকারীদের মুখপাত্র জনাব মো জহির রায়হান রাইন।
এদিকে আজ অষ্টম দিনের মতো চলছে আন্দোলনকারীদের ধর্মঘট কর্মসূচি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ও নতুন প্রশাসনিক ভবন। আন্দনরত শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা নেয়া থেকে বিরত থাকলেও বেশ কিছু বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত কিছুদিনের মতো আজ একাডেমিক ভবনে প্রবেশে বাঁধা পাননি সাধারণ শিক্ষার্থীরা। এ সম্পর্কে কলা অনুষদের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, গত কয়েকদিন বিভাগে প্রবেশে বাঁধা পেলেও আজ কোনো বাঁধা পাইনি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, আমাদের দাবির দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।
আই.এ/
		
