
দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য, কানপুর শহরের দীর্ঘদিনের কাজী মুফতি মানযুর আহমাদ মাজাহেরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। রবিবার (৩ নভেম্বর) বিকেলে তিনি ইন্তেকাল করে করেন বলে জানা গেছে।
বিখ্যাত এই আলেমের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী দরসগাহে দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।
এদিকে মুফতি মানযুর আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।
মাওলানা আরশাদ মাদানী বলেন, মুফতি সাহেবের মৃত্যুতে ভারতীয় মুসলমানদের অপুরণীয় ক্ষতি হয়ে গেলো! এর সাথে সাথে তিনি মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দু’আর আবেদন করেছেন।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কানপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আই.এ/

