
সরকারদলীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সপ্তাহ থেকে পর্যায়েক্রমে কয়েকটি চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়।
দুদক সূত্র জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের বিএফআাইইউতে এই সব চিঠি দেয়া হয়। চলমান শুদ্ধি অভিযানে নাম আসা জিকে শামীম, হুইপ শামসুল হক চৌধুরীর নামও এই তালিকায় আছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেবে স্বাক্ষরে এইসব চিঠি পাঠানো হয়েছে।
জানা যায়, অভিযুক্তদের কয়টি ব্যাংক একাউন্ট রয়েছে, একাউন্ট গুলোতে কত টাকা রয়েছে এবং কবে কে কার সাথে লেনদেন করেছে- চিঠিতে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।
/এসএস

