
ঢাকা-মদিনা রুটে ফ্লাইট উদ্বোধন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বহুল কাঙ্খিত এ ফ্লাইটের উদ্ধোধন করা কয়।
সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমপি উপিস্থিত থেকে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন।
এদিকে ৩১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-মদিনা রুটেও যাত্রীসেবা চালু করবে বলে জানা গেছে। ২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এসব রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
জানা গেছে, সপ্তাহের সোম, বুধ ও শনিবার প্রাথমিকভাবে ঢাকা-মদিনা ফ্লাইট পরিচালিত হবে। চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইটটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার চলাচল করবে।
এটি দুপুর ১টা ১৫ মিনিটে ছেড়ে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় পৌঁছাবে। সেখান থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে পরের দিন ঢাকায় ভোর ৪টা ২৫ মিনিটে অবতরণ করবে। একই সময়সূচিতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে চট্টগ্রাম-মদিনা ফ্লাইটটি পরিচালিত হবে।
বিমান জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-মদিনা রুটে ফ্লাইট চালু হচ্ছে। এই ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী ও সৌদি প্রবাসীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।
/এসএস

