আরও এক মাস থাকছে পেঁয়াজসংকট

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পেঁয়াজ নিয়ে সমস্যা আরও এক মাস থাকতে পারে। তবে মিশর থেকে পেঁয়াজের প্রডাক্টটা বাজারে ঢুকলে দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, মজুতদারদের বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছি। তাদের নিয়ে যে জেলখানায় ভরব, এমন কিন্তু নয়। তাদের প্রো-অ্যাক্টিভ করতে চাই, বোঝাতে চাই। এতে কিছু কাজ হয়েছে বলে তিনি জানান। চট্টগ্রামে টিসিবির উদ্যোগে ১০টি পয়েন্টে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হবে জানান তিনি।

রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্যমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম নিয়ে আমাদের এবারে শিক্ষা হয়েছে। এ ব্যাপারে কৃষিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের পেঁয়াজের উত্পাদনটা বাড়াতে হবে, যাতে বাইরের ওপর নির্ভর করতে না হয়। আশা করছি, পরবর্তী বছরে এ সমস্যাটা আর হবে না।

উল্লেখ্য, বন্যার কারণে ভারতের মহারাষ্ট্রসহ কয়েকটি জায়গায় পেঁয়াজের উত্পাদন কম হওয়ায় গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী। ৩৫ থেকে ৪০ টাকা কেজির পেঁয়াজ এক লাফে ১২০ টাকায় পৌঁছে যায়।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন