ধানমন্ডিতে ১২ তলা ভবনে আগুন; নিহত ১

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন। আহত হয়েছেন শিশুসহ আরো দু’জন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো: রাসেল গণমাধ্যমকে জানান, শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

রাজধানীর ধানমন্ডিতে ১২ তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে ভবনটির চার তলার (৬৫) এক নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনের ধোঁয়ায় শিশুসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে ভর্তি নেয়া হলে একজন বৃদ্ধ মারা যান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন