সুস্থ সংস্কৃতি বিকাশের অঙ্গীকার নিয়ে পয়গাম শিল্পীগোষ্ঠীর আত্মপ্রকাশ

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

আজ রাজধানীর দারুল আরকাম নুরানি মক্তব মাদরাসায় সুস্থ সংস্কৃতির বিকাশ ও অপসংস্কৃতির আগ্রাসন মোকাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পয়গাম শিল্পীগোষ্ঠীর নতুন পথচলা শুরু হয়।

পয়গাম শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল ইসলাম ইসমাইলের সঞ্চালনায় পয়গাম শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আলহাজ্ব সেকেন্দার আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ।

সংগীত শিক্ষার্থীদের একাংশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলেম ও লেখক এইচ এম আবু বকর। আলোড়ন শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা শাহরিয়ার ইমরান, নিবেদন শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আব্দুন নুর।

বক্তাগণ পয়গাম শিল্পীগোষ্ঠীর শুভকামনা জানিয়ে সত্যের উপর অটল থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সাদী,মাওলানা বোরহানুদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী মুনিরুল ইসলাম প্রমুখ।

মুহসিন/

মন্তব্য করুন