কাশ্মীরের স্বাধীনতাকামীদের জন্য বাংলাদেশে মসজিদে মসজিদে দোয়া

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

আজ শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের মসজিদে মসজিদে ভারতের কাশ্মীরে স্বাধীনতাকামীদের জন্য দোয়া করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ রাজধানীর একাধিক মসজিদ থেকে কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করার খবর দিয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি।

দোয়ায় কাশ্মীরের মুসলমানদের উপর ভারতের সামরিক বাহিনীর অত্যাচার নিপিড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাথে সাথে কাশ্মীরের মুসলমানদের মুক্তির জন্য বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ অবস্থান প্রত্যাশা করেছেন সকলে।

এদিকে কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা এবং ৩৫-এ আর্টিকেল বাতিল করার পর থেকে কার্যত অবরুদ্ধ থাকা কাশ্মীর উপাত্যকার স্বাধীনতাকামীরা জরুরী অবস্থার মধ্যেই আজকে প্রতিবাদ বিক্ষোভের আহবান করেছে। ভারতের সামরিক বাহিনী কাশ্মীরের মুসলমানদের উপর বিভিন্ন উপায়ে নিপিড়ন করছে বলে খবর দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

অপরদিকে বাংলাদেশ থেকে অনেক আগেই রাষ্ট্রীয়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর পরিস্থিতি ভারতের অভ্যন্তরিণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে কোনো অবস্থান প্রকাশ করবে না। তবে কাশ্মীর পরিস্থিতি কেবল তাদের নিজস্ব বিষয় নয় বলেই মতামত ব্যক্ত করেছেন একাধিক লেখক ও কলামিস্ট।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন