
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সম্মানিতা মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আই.এ.বি) আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম।
মৃত্যুসংবাদ পাওয়ার পর রোববার রাতে সাথে সাথেই নেতৃদ্বয় মরহুমার জন্য দোয়া করে মাগফিরাত কামনা করেন এবং বিবৃতি দেন।
পৃথক পৃথক শোক বিবৃতিতে তারা বলেন, আল্লামা বাবুনগরীর মায়ের ইন্তেকালের সংবাদে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমার জন্য যাতে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউস নির্ধারিত করেন এ দোয়া করছি। তারা উভয়েই আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ তার পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করে বলেন, আল্লামা বাবুনগরীর মা ছিলেন একজন রত্নগর্ভা নারী। এ কথা অনস্বীকার্য যে, আল্লামা বাবুনগরীর সম্মানিতা আম্মাজান তার বাবা, দাদা, নানাসহ সবদিক দিয়েই ছিলেন একজন আলেম পরিবারের অংশীদার। তিনি তার সারাজীবন তার নিজ সন্তানদেরকে আল্লাহর পথে পরিচালনা করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছেন। এমনকি তিনি নিজেও ছিলেন একজন সর্বোচ্চ আবেদা নারী।
মরহুমারের রূহের মাগফিরাত কামনা করে তারা বলেন, তিনি আল্লাহ তায়ালার সান্নিধ্যে চলে গেছেন। দীর্ঘ জীবনে তিনি আল্লাহ তায়ালার ইবাদাত বন্দেগীতে কাঁটিয়েছেন। তার মতো নারী আমাদের সমাজে অবশ্যই অনুসরণীয় হয়ে থাকবেন।
প্রসঙ্গত : আল্লামা বাবুনগরীর সম্মানিতা ‘মা’ রোববার (৪ আগষ্ট) রাত পৌনে দশটার দিকে নিজ বাড়ি বাবুনগরে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বৎসর। মরহুমা মায়ের জন্য দেশবাসীর নিকট দুআ চেয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
পারিবারিকভাবে তিনি ছিলেন হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা চারজনের একজন আল্লামা সূফি আজিজুর রহমান রহ. এর সুযোগ্য নাতনী। এবং প্রখ্যাত বুজুর্গ আল্লামা হারূন বাবুনগরী রহ. এর মেয়ে। অপরদিকে তিনি ছিলেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী’র বোন এবং মেশকাত শরীফের ব্যখ্যাগ্রন্থ” তানজিমুল আশতাতের রচয়িতা শায়খুত তাফসীর আল্লামা আবুল হাসান রহ. এর সহধর্মিণী। তাদের ঔরশেই জন্ম হয়েছে বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরীর।

