অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে চাকরি

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে লোকবল নিয়োগ হবে। সম্প্রতি ১৬ পদে ৫৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন কর্পোরেশন। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।

যেসব পদে নিয়োগ হবে লোকবল: বিশেষ দক্ষ ডিজেল ফিটার- ১টি, বিশেষ দক্ষ কপারস্মিথ- ১টি, বিশেষ দক্ষ ফিটার- ১টি, দক্ষ ডিজেল ফিটার- ৪টি, দক্ষ কার্পেন্টার- ৩টি, দক্ষ পেইন্টার- ১টি, দক্ষ ব্লাকস্মিথ- ১টি, দক্ষ হুইলম্যান- ২টি, অর্ধদক্ষ ওয়েল্ডার- ১টি, অর্ধদক্ষ কার্পেন্টার- ২টি, অর্ধদক্ষ পেইন্টার- ১টি, অর্ধদক্ষ মোল্ডার- ১টি, অর্ধদক্ষ ব্লাকস্মিথ- ২টি, অদক্ষ ইলেকট্রিশিয়ান- ১২টি, অদক্ষ কার্পেন্টার- ১২টি, অদক্ষ ফিটার- ১০টি।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন পত্র পৌঁছাতে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন প্রক্রিয়া: বিআইডব্লিউটিসি’র ওয়েবসাইট www.biwtc.gov.bd এ আবেদন পাওয়া যাবে।

মন্তব্য করুন