
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে লোকবল নিয়োগ হবে। সম্প্রতি ১৬ পদে ৫৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন কর্পোরেশন। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।
যেসব পদে নিয়োগ হবে লোকবল: বিশেষ দক্ষ ডিজেল ফিটার- ১টি, বিশেষ দক্ষ কপারস্মিথ- ১টি, বিশেষ দক্ষ ফিটার- ১টি, দক্ষ ডিজেল ফিটার- ৪টি, দক্ষ কার্পেন্টার- ৩টি, দক্ষ পেইন্টার- ১টি, দক্ষ ব্লাকস্মিথ- ১টি, দক্ষ হুইলম্যান- ২টি, অর্ধদক্ষ ওয়েল্ডার- ১টি, অর্ধদক্ষ কার্পেন্টার- ২টি, অর্ধদক্ষ পেইন্টার- ১টি, অর্ধদক্ষ মোল্ডার- ১টি, অর্ধদক্ষ ব্লাকস্মিথ- ২টি, অদক্ষ ইলেকট্রিশিয়ান- ১২টি, অদক্ষ কার্পেন্টার- ১২টি, অদক্ষ ফিটার- ১০টি।
আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন পত্র পৌঁছাতে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন প্রক্রিয়া: বিআইডব্লিউটিসি'র ওয়েবসাইট www.biwtc.gov.bd এ আবেদন পাওয়া যাবে।