
চট্টগ্রাম নগরের অক্সিজেনস্থ জামিয়া ওমর ফারুক আল ইসলামীয়া ও জামিয়া আবু বকর আছ-ছিদ্দিক মাদ্রাসার মসজিদে আগামী শুক্রবার জুমার নামাজ পড়াতে পারেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এছাড়াও ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার মোতাওয়াল্লী কর্তৃক মনোনীত পরিচালক হাফেজ তৈয়বের সাথে যোগাযোগ করলে তিনিও পাবলিক ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় আজ (১৮ মে) বিকেলে হাফেজ তৈয়বের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হেফাজতের আমীর আল্লামা শফীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা আল্লামা শফীকে আগামী শুক্রবার দখলমুক্ত সেই মসজিদে জুম’আ আদায় করার অনুরোধ জানান। এতে হেফাজত আমীর প্রাথমিক সম্মতি জানান। তিনি সুস্থ থাকলে আগামী শুক্রবার আল্লামা শফী জুমার নামাজ পড়াবেন সেখানে।
এর আগে গত শুক্রবার ওই মসজিদে জুমার নামাজ পড়িয়েছিলেন হেফাজতে ইসলামম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
কয়েক দফা চেষ্টার পর দখলমুক্ত হওয়া ওই মসজিদ ও মাদরাসাটি নিয়ে পরবর্তিতেও সমস্যা সৃষ্টির পায়তারা করেছিলো এলাকার কয়েকজন প্রভাবশালীরা। যে কারণে আল্লামা আহমদ শফীকে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়ানোর উদ্যোগ নেন স্থানীয় মুসুল্লিরা।
আরও পড়ুন :
ছাত্র নিহতের রেশ ধরে মাদরাসা দখল বেদআতীদের : কঠোর হুশিয়ারী হেফাজতের
দখলমুক্ত হওয়া সেই মাদরাসা মসজিদে জুমার নামাজ পড়ালেন আল্লামা বাবুনগরী
ওমর ফারুক মাদরাসা মসজিদ নিয়ে মূল ঘটনাপ্রবাহ
চট্টগ্রামে ওমর ফারুক মাদরাসা দখলমুক্ত হওয়ার পর ফের মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলায় আহত ১০

