নান্দাইল কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী অফিস উদ্বোধন। 

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহ নান্দাইলে আজ ১৩ জানুয়ারি  রোজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে নান্দাইল উপজেলার বর্ষিয়ান নেতা ও ময়মনসিংহের সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী জনাবা হাসিনা খান চৌধুরীর অফিস ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের নেতা কর্মীদের আয়োজনে শুভ উদ্বোধন করা হয়। মোয়াজ্জেমপুর ২ নং ওয়ার্ড কানারামপুর বাসস্ট্যান্ড বাজার অফিস উদ্বোধনে আনুমানিক ৭ শত লোকের সমাগম ঘটে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অফিস উদ্বোধন কাজ শুরু হয় এতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। ত্যাগী নেতাগন বক্তব্য দিতে গিয়ে বলেন দল আজ ত্যাগিদের অপমূল্যায়ন করে বিএনপিতে হাইব্রিড প্রার্থী দিয়েছে আমরা কত কষ্ট যন্ত্রণা ভোগ করেছি মামলা হামলার শিকার হয়েছি তখন বিএনপির মনোনয়ন প্রার্থী মাঠে ছিল না। আমরা দলের হাই কমানের কাছে আশা করেছিলাম ৪ জন হতে যে কোন একজন প্রার্থী দিবে তা হলনা। আমরা নান্দাইলে আন্দোলন সংগ্রাম করেছি দল আমাদের বন্ছিত করেছে।আমরা নান্দাইল ত্যাগিরা সাধারণ মানুষকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করে প্রমাণ করে দিব তৃণমূলের নেতা কর্মীরা দলের মেরুদণ্ড । সঞ্চালন করেন যুবদল নেতা মনিরুজ্জামান বাবুল, সভাপতিত্ব করেন ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এনাম, বক্তব্য রাখেন বিএনপি নেতা মেম্বার মোমেন, বিএনপি ডাক্তার হালিম, যুবদল নেতা নেতা জহিরুল হক, যুবদল নেতা আসাদুজ্জামান সজল, যুবদল নেতা মিজানুর রহমান রতন, যুবদল নেতা জাহাঙ্গীর, ছাত্রদল নেতা আসাদুজ্জামান ইবাদ, ছাত্রদল নেতা বাশার আকন্দ, ছাত্রদল নেতা খায়েস, ছাত্রদল নেতা রিদয়, সেচ্ছাসেবক দলের নেতা আলম মাষ্টার, শ্রমিক দল নেতা দুলাল মিয়া প্রমূখ।

মন্তব্য করুন