

পাবলিক ভয়েস: গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আজ রোববার রাতে দেশে ফিরছেন। রাত ১২টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাক্তিগত কাজে তিনি সিঙ্গাপুরে যান। সঙ্গে রয়েছেন স্ত্রী হামিদা হোসেন।